জলপাইগুড়ি লোকসভা: মেখলিগঞ্জ-হলদিবাড়ি এলাকায় ভোটের ‘মার্কশিটে’ ‘ফার্স্ট বয়’ হতে পারে তৃণমূল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেখলিগঞ্জ ও হলদিবাড়ি পুরসভা এলাকায় এগিয়ে তৃণমূল! জলপাইগুড়ি লোকসভার এই দু’টি শহরে কেন্দ্রে লিডের মার্জিন বাড়বে। এমনটাই দাবি করছে ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রে খবর, এই দুই পুরসভা থেকে তৃণমূল প্রার্থী লিড পাবে। গত বিধানসভা ভোটে মেখলিগঞ্জ (Mekhliganj) শহরে এগিয়ে ছিল তৃণমূল। পুরভোটে ৯টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। অন্যদিকে, হলদিবাড়ি (Haldibari) শহরে গত বিধানসভায় পিছিয়ে থাকলেও, এবারে তৃণমূলের পক্ষে ভোট ভালো হয়েছে বলে খবর।
মেখলিগঞ্জ পুরসভায় ৯টি ও হলদিবাড়ি পুরসভায় ১১টি ওয়ার্ড মোট ভোটার প্রায় ৩০ হাজার। ওয়ার্ড ভিত্তিক তৃণমূলের (TMC) রিপোর্ট বলছে দু’টি পুরসভা মিলিয়ে প্রায় ৬ হাজার ভোট লিড পাবেন তৃণমূল প্রার্থী। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মহকুমায় তিস্তার জয়ী সেতু যেমন করেছে রাজ্য সরকার, তেমনি দু’টি শহরের বাসিন্দারা লক্ষ্মীর ভাণ্ডার সহ সামাজিক প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। কালীবাড়ি মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত রেলে সেতুর দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন বাসিন্দারা। বিজেপির সাংসদ গত পাঁচ বছরে হলদিবাড়ি শহরের রেল সেতুর সমস্যার বিষয়টি একবারও উচ্চারণ করেন নি। তাই এবারের ভোটে বিষয়টি যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করছেন তাঁরা।