রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূল প্রার্থীর পাশের বোতামে চাপ দিলেই ভোট যাচ্ছিল BJP-তে? বিস্ফোরক অভিযোগ!

May 8, 2024 | < 1 min read

প্রতীকী ছবি, সৌজন্যে: এস আর রঘুনাথন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোড়াফুল শিবিরের অভিযোগ, তৃণমূল প্রার্থীর পাশের বোতামে চাপ দিলেই ভোট চলে যাচ্ছিল বিজেপিতে! কালিয়াচক এক ব্লকের সিলামপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং বুথের বাহাদুরপুর প্রাইমারি স্কুলে ঘটনাটি ঘটেছে। ভোটের দিন সকালে মকপোলের সময় এক তৃণমূল (TMC) কর্মী লক্ষ্য করেন, ইভিএমে দলীয় প্রার্থীর পাশে বোতাম টিপলেই ভোট পড়ছে বিজেপিতে। ভিভিপ্যাট (VV PAT) স্লিপ দেখে তিনি নিশ্চিত হন। ততক্ষণে প্রায় ৩০০ জনের ভোট দেওয়া হয়ে গিয়েছে। এরপরই চাঞ্চল্য ছড়ায় ভোটকেন্দ্রে। অভিযোগ জানাজাতি হতেই প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ করে দেন। নতুন ইভিএম আনার প্রক্রিয়া শুরু হয়, প্রায় এক ঘন্টা ভোট গ্রহণ ব্যাহত হয়।

ওই বুথের ভোটার মহম্মদ সামিউল আলী জানান, তিনি মকপোলের সময় লক্ষ্য করেন ভিভিপ্যাটে পদ্মফুল চিহ্ন আসছে। বিষয়টি দেখে চিন্তায় পড়েন। প্রিসাইডিং অফিসারকে জানালে তিনি প্রথমে এড়িয়ে যান বলেই দাবি তাঁর। কিন্তু ভোটাররা সবাই ইভিএম বদলানোর দাবি জানান। স্থানীয়দের দাবি মেনে নতুন ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। তবে ঘটনার কথা অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার মহিদুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ একজন হয়ত বিজেপিকে ভোট দিয়েছিলেন। সেই স্লিপ ভিভিপ্যাটে আটকে গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #loksabha polls, #bjp, #tmc, #Vote

আরো দেখুন