← রাজ্য বিভাগে ফিরে যান
উচ্চমাধ্যমিকের ফলাফল: পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘোষিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (WBCHSE HS 2024 Result), পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার।
দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন। আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
- বিজ্ঞান বিভাগে পাশের ৯৭.১৯ শতাংশ।
- বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬.০৮ শতাংশ।
- কলা বিভাগে পাশের হার ৮৮.০২ শতাংশ।
- মেয়েদের মধ্যে প্রথম স্নেহা ঘোষ ও প্রতীচী রায় তালুকদার। তাঁরা দু’জনেই চতুর্থ হয়েছেন।
- অভীক দাস প্রথম, প্রাপ্ত নম্বর ৪৯৬
- সৌম্যদীপ সাহা দ্বিতীয় হয়েছেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তিনি, প্রাপ্ত নম্বর- ৪৯৫।
- অভিষেক গুপ্ত তৃতীয় হয়েছেন। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৪।
- মেয়েদের মধ্যে প্রথম স্নেহা ঘোষ ও প্রতীচী রায় তালুকদার। তাঁরা দু’জনেই চতুর্থ হয়েছেন।
- মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৫৮ জন।
- হুগলি থেকে ১৩ জন মেধা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন।
- এবারের পাশের হার ৯০ শতাংশ। (৮৯.৯৯%) পাশের হারে প্রথম তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৫৬%, পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪৪%।
পাশের হারে এগিয়ে মেয়েরা। প্রথম দশে ৫৮ জন রয়েছেন। তার মধ্যে হুগলি থেকে সব থেকে বেশি রয়েছেন, ১৩ জন। এরপর বাঁকুড়ার ১০ জন মেধাতালিকায় জায়গা পেয়েছেন।