উচ্চ মাধ্যমিকে কলকাতায় প্রথম স্কটিশের শৌনক, দ্বিতীয় হিন্দু স্কুলের অর্ঘ্যদীপ, পাঠভবনের উজান তৃতীয়
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: উচ্চ মাধ্যমিকে কলকাতায় প্রথম হয়েছেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র শৌনক কর, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। শৌনক মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছেন। শৌনক নদীয়ার ছেলে, তবে আট বছর ধরে টবিন রোডে থাকেন। স্কটিশ চার্চ থেকেই মাধ্যমিকে রাজ্যের মধ্যে ১৩তম স্থান পেয়েছিলেন তিনি। অবসরে ক্রিকেট দেখেন ও গল্পের বই পড়েন। স্ট্যাটিসটিক্স ও অঙ্ক নিয়ে গবেষণা করতে চান।
হিন্দু স্কুলের অর্ঘ্যদীপ দত্ত ৪৮৯ নম্বর পেয়ে কলকাতার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। রাজ্যে মেধা তালিকায় তাঁর স্থান অষ্টম। অর্ঘ্য চিকিৎসক হতে চান। সল্টলেকের সুকান্ত নগরের অর্ঘ্যের প্রিয় ক্রিকেটার ধোনি। কবিতা লিখতে ভালোবাসেন তিনি। ওয়েব সিরিজ দেখেন।
পাঠভবনের উজান চক্রবর্তী কলা বিভাগে ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম হয়েছেন। কলকাতার মধ্যে তাঁর স্থান তৃতীয়। বাংলা, ইংরাজি ছাড়া তাঁর বিষয় সাইকোলজি, সোশিওলজি, ভূগোল ও মিউজিক। এখন রবীন্দ্রসঙ্গীত শেখেন উজান। বড় হয়ে সঙ্গীতশিল্পী হতে চান। অধ্যাপনা করতে চান। উজান লিখতে ভালোবাসেন, থিয়েটার করেছেন। সিনেমার রিভিউ লেখেন সোশ্যাল মিডিয়ায়। বাংলা সাহিত্য নিয়ে প্রেসিডেন্সি বা যাদবপুরে ভর্তি হতে চান উজান।