রাজ্য বিভাগে ফিরে যান

ফোনে মানভঞ্জন! বসে যাওয়া ‘অভিমানী’ নেতাদের ভোটযুদ্ধে নামার নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের

May 9, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: AITC Basirhat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের মার্জিন বাড়াতে হবে, নেতা-নেত্রীদের ফোনে এমনটাই বার্তা দিল বসিরহাট তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব। জেলার নির্দেশ, নীচু তলায় কোনও মনোমালিন্য থাকলে ভোটের পর তা মেটানো হবে। কিন্তু ভোটের ব্যবধান বাড়াতে হবে। তা নিয়ে কোনও অজুহাত বরদাস্ত করা হবে না বলেও জানায় নেতৃত্ব।

এবার বসিরহাট লোকসভায় হাজি নুরুলকে জেতাতে বদ্ধপরিকর তৃণমূল। দলের শীর্ষস্তর থেকে নির্দেশ পেয়ে রীতিমতো চাঙ্গা তৃণমূল নেতারা। মনোমালিন্য ভুলে প্রচারের ময়দানে নেমে পড়েছেন ‘অভিমানী’ নেতাদের বড় অংশ। তৃণমূল সূত্রে খবর, বসিরহাটে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়াকে কেন্দ্র করে পুরনো দিনের অনেক নেতাকর্মীদের বিস্তর অভিযোগ ও অভিমান জমে ছিল। কিন্তু এই সমস্ত বিক্ষুব্ধদের সঙ্গে তৃণমূলের শীর্ষস্তরের নেতারা ফোনে যোগাযোগ করলে গলতে শুরু করে অভিমানের বরফ। তৃণমূল নেতৃত্বের দাবি কিছু সমস্যা থাকলেও তা মিটে গিয়েছে। এবার কত বেশি লিড দিতে পারবেন প্রার্থীকে তা নিয়ে সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #basirhat, #tmc, #politics, #Trinamool Congress, #loksabha elections 2024, #Haji Nurul Islam

আরো দেখুন