রাজ্য বিভাগে ফিরে যান

রাজনগরের ভবানীপুরে আদিবাসীদের সম্মেলনে রাজ্যের প্রকল্পের জয়জয়াকার

May 9, 2024 | < 1 min read

রাজনগরের ভবানীপুরে আদিবাসীদের সম্মেলনে রাজ্যের প্রকল্পের জয়জয়াকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার রাজনগরের ভবানীপুরে অনুষ্ঠিত হল তৃণমূলের আদিবাসী সম্মেলন। রাজনগর ব্লকের তৃণমূল নেতৃত্ব সহ আদিবাসী তৃণমূল নেতা ও বিভিন্ন আদিবাসী গ্রামের বাসিন্দারা তাতে হাজির হন। স্থানীয় আদিবাসী মহিলাদের গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় আদিবাসী নেতৃত্বদের সংবর্ধনা জানানো হয়। মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ নজরে পড়ে সম্মেলন ঘিরে।

অনুষ্ঠানে প্রায় ১২-১৩টি গ্রামের আদিবাসী পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। কেলেডিহি, ক্ষন্নাডিহি, নিজুরি, মাচানতলি, বেলবুনি, তারাশোল, গুরকাটা আদিবাসী পাড়া-সহ একাধিক গ্রামের বাসিন্দারা এদিনের সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল আদিবাসী সেলের নেতা বুদ্ধদেব হাঁসদা, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, আদিবাসী নেতা রবীন্দ্র মূর্মু, রাজনগরের তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু, ভবানীপুরের অঞ্চল সভাপতি জীবন আচার্য-সহ আরও অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Rajnagar, #Tribal convention

আরো দেখুন