রাজ্য বিভাগে ফিরে যান

সন্দেশখালিতে ভুয়ো ধর্ষণের অভিযোগ! মামলা রুজু BJP প্রার্থী রেখা, গেরুয়া নেতা গঙ্গাধরদের বিরুদ্ধে

May 10, 2024 | < 1 min read

মামলা রুজু BJP প্রার্থী রেখা, গেরুয়া নেতা গঙ্গাধরদের বিরুদ্ধে, ছবি সৌজন্যে: আনন্দবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্দেশখালি কাণ্ডে এবার মামলা দায়ের হল। বেরমজুরের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। গঙ্গাধর কয়াল, বিজেপি প্রার্থী রেখা পাত্র, মন্ডল সভাপতি শান্তি দলুই, পীযুষ, শুভঙ্কর গিরি, বীণা মাইতিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভাইরাল ভিডিওতে যাঁদের দেখা গিয়েছে, যাঁদের নাম উল্লেখ রয়েছে ভিডিওতে, তাঁদের নামেই মামলা রুজু হয়েছে। রয়েছে শুভেন্দু অধিকারীর নামও। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম এফআইআরে যুক্ত করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে; বিজেপি (BJP) নেতা গঙ্গাধর কয়ালদের স্বীকার করছেন টাকার বিনিময়ে নারী নির্যাতনের ভুয়ো অভিযোগ করানো হয়েছে। ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই মিথ্যে অভিযোগ করানোর অভিযোগ উঠছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ও ১৭১-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে গঙ্গাধর কয়ালকে তলব করে নোটিশও পাঠিয়েছে পুলিশ।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল এবং শান্তি দলুইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। ভাইরাল ভিডিও ফুটেজ-সহ একটি স্মারকলিপি দেওয়া হয়েছে কমিশনকে। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী-সহ ৩ বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Sandeshkhali Incident, #Rekha Patra, #Gangadhar Koyal

আরো দেখুন