দেশ বিভাগে ফিরে যান

গুজরাত মডেল! প্রথমিকে ২০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ২১২, ভাইরাল পড়ুয়ার মার্কশিট

May 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে আজব কান্ড! দেখা যাচ্ছে এক পরীক্ষার্থী গণিত বিষয়ে ২০০ নম্বরের মধ্যে ২১২ এবং গুজরাটি বিষয়ে ২০০ এর মধ্যে ২১২ পেয়েছেন৷

ঘটনাটি ঘটেছে গুজরাতের ঝালোদ তালুকের খারাসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। চতুর্থ শ্রেণির পড়ুয়ার সেই মার্কশিটের ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, অঙ্কে ও গুজরাটিতে প্রাপ্ত নম্বরের নীচে লাল কালি দিয়ে দাগ! বাকি বিষয়গুলির নম্বর অবশ্য ঠিকই আছে।

জানা গিয়েছে, চতুর্থ বর্ষের ঐ পড়ুয়া বংশীবেন মনীশভাই, আনন্দের সাথে তার পরিবারকে তার রেজাল্ট দেখান, কিন্তু পরে তাঁর প্রাপ্ত নম্বরের ত্রুটি দেখে অবাক হয়ে যান। ভাইরাল হ‌ওয়ার পরে অবশ্য সংশোধিত মার্কশিট হাতে পেয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Primary school, #gujarat model, #Marksheet, #student, #gujarat

আরো দেখুন