রাজ্য বিভাগে ফিরে যান

১৩ মে বাংলায় পরিবর্তন এসেছিল, এবার দিল্লিতে পরিবর্তন – আসানসোলে ডাক অভিষেকের

May 10, 2024 | < 1 min read

এবার দিল্লিতে পরিবর্তন – আসানসোলে ডাক অভিষেকের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি বদলের ডাক দিলেন। তিনি বলেন, ১৩ মে বাংলায় পরিবর্তন এসেছিল, এবার দিল্লিতে পরিবর্তনের প্রয়োজন। ১৩ মে বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে।

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে, শুভেন্দুর নাম না করে অভিষেক বলেন, “বিজেপির নেতারা মহিলাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করছেন। এরা মোদীর সঙ্গে বসেন, বক্তব্য রাখেন। কিন্তু মহিলাদের আক্রমণ করেন। এটাই বিজেপির নারী সম্মান।” আরও বলেন, “সন্দেশখালিকে হাতিয়ার করে বিজেপি নানান’ভাবে বাংলা বিরোধী প্রচার চালিয়েছিল। আজ, মা এবং বোনেরা প্রকাশ্যে এসেছেন। বলছেন, সাদা কাগজে সই করে মিথ্যে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে, তাঁদের দিয়ে। সন্দেশখালির অপমান বাংলার অপমান করেছে। দু-হাজার টাকা দিয়ে বিজেপি মহিলাদের ও বাংলার সম্মান নষ্ট করেছে। ভোটে বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেবে বাংলার মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #tmc, #Trinamool Congress, #shatrugan sinha, #Loksabha Election 2024, #West Bengal, #abhishek banerjee

আরো দেখুন