রাজ্য বিভাগে ফিরে যান

BJP-র সন্দেশখালি ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট INDIA, চক্রান্তে পদ্ম পার্টির যোগ নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতার

May 10, 2024 | < 1 min read

এবার সেই সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে আক্রমণ কংগ্রেসের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার সেই সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে বিজেপিকে আক্রমণ কংগ্রেসের। স্টিং ভিডিওর পর একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। খোদ নির্যাতিতারা বলছেন, তাঁদের দিয়ে ভুয়ো অভিযোগ দায়ের করিয়েছিলেন বিজেপির নেতা, নেত্রীরা। খোদ বিজেপি নেতারা স্বীকার করছেন গোটা ষড়যন্ত্র ছিল বিজেপির। ইতিমধ্যেই এক মহিলা তাঁর করা ধর্ষণের অভিযোগ তুলে নিতে চেয়েছেন। এরপরই কংগ্রেস তৃণমূলের সুরে সুর মিলিয়ে আঙুল তুলেছে বিজেপির দিকে।

সন্দেশখালির এক মহিলার অভিযোগ, সাদা কাগজে সই করিয়ে, বিজেপি নেত্রী পিয়ালি দাস (Piyali das) তাঁকে দিয়ে মিথ্যা ধর্ষণের মামলা রুজু করিয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। এ অভিযোগ প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল। বাংলার শাসক দলের দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে, টাকা দিয়ে পরিকল্পনা করে বাংলার মা, বোন, মেয়েদের সম্মান নিয়ে খেলেছে বিজেপি। একই অভিযোগ করে কংগ্রেসও বলছে, বিজেপির ভূমিকা প্রকাশ্যে এসে গিয়েছে।

এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera) লিখেছেন, সন্দেশখালির ঘটনায় শাসক দলের (তৃণমূলের) ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর এবার বিজেপির ভূমিকা প্রকাশ্যে এসে গেল। এটা নিয়ে কি আলোচনা হবে না?

সন্দেশখালি নিয়েও যে ইন্ডিয়া জোট এক সঙ্গে আছে, কংগ্রেস নেতার বক্তব্যে তা ফের স্পষ্ট হয়ে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sandeshkhali Case, #West Bengal, #Congress, #Sandeshkhali, #pawan khera, #Sandeshkhali Incident, #Sandeshkhali sting video, #Sandeshkhali Exposed

আরো দেখুন