রাজ্য বিভাগে ফিরে যান

সন্দেশখালিকাণ্ডে ভুয়ো নারী নির্যাতনের অভিযোগের জের, BJP নেত্রীকে তলব পুলিশের

May 10, 2024 | < 1 min read

সন্দেশখালিকাণ্ডে ভুয়ো নারী নির্যাতনের অভিযোগের জের, BJP নেত্রীকে তলব পুলিশের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্দেশখালির স্টিং ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, যাবতীয় ঘটনা সাজিয়েছিল বিজেপি। এবার মহিলাদের দাবি, ভুল বুঝিয়ে সাদা কাগজে তাঁদের সই করিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করিয়েছিল বিজেপি নেতা, নেত্রীরা। অভিযোগ তুলতে গেলে ভয় দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। এবার সেই বিজেপি নেত্রী পিয়ালি দাস (Piyali Das) ওরফে মাম্পিকে তলব করল সন্দেশখালি থানার পুলিশ। তিন দিনের মধ্যে সন্দেশখালি (Sandeshkhali) থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সেই তথাকথিত নির্যাতিতারা সত্য সামনে আনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি (BJP)। মহিলারা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের দিয়ে সাদা কাগজে সই করানো হয়েছে। তাঁরা জানতেন না যে তাঁদের দিয়ে কোন অভিযোগ করানো হচ্ছে। জানা যাচ্ছে, মহিলাদের নির্যাতন সংক্রান্ত ভুয়ো অভিযোগ যাঁরা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এফআইআর হয়েছে। এফআআইআরে গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, বিজপির মণ্ডল সভাপতি ও প্রার্থী রেখা পাত্রের নাম রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sandeshkhali, #Sandeshkhali Incident, #Sandeshkhali sting video, #Sandeshkhali Exposed, #Piyali Das

আরো দেখুন