উলুবেড়িয়া লোকসভার সব বুথে ‘ওয়েবকাস্টিং’ ব্যবস্থার সিদ্ধান্ত কমিশনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২০ মে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভোট। পঞ্চম দফার এই নির্বাচনের দিন উলুবেড়িয়া লোকসভার (Uluberia) প্রতিটি বুথে থাকবে ওয়েবকাস্টিং (web casting) ব্যবস্থা। এর আগের নির্বাচনগুলিতেও অর্ধেক বুথে এই ব্যবস্থা থাকত। বৃহস্পতিবার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দপ্তরে সর্বদলীয় বৈঠক হয়। সূত্রের খবর, এখানেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। এর ফলে কমিশনের আধিকারিকরা সংশ্লিষ্ট ব্লক অফিসে বসেই নির্বাচন প্রক্রিয়া এবং বুথের সমস্ত ঘটনা সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
উল্লেখ্য, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৬৩। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে বিভিন্ন ব্লক প্রশাসন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি বুথে কমপক্ষে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখা হবে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রায় ১২০০ ভোটগ্রহণ কেন্দ্রের একাধিক বুথে ভোটগ্রহণ কেন্দ্রে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, বুথে ৪জন জওয়ানের সঙ্গে আর কতজন বাড়তি জওয়ান থাকবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবেদনশীল বুথের সংখ্যা কত? সে নিয়ে তালিকা তৈরির কাজ চলছে। কোন বুথে বুথে কত বাড়তি জওয়ান আনা হবে, তা ঠিক করবে কমিশন। নির্বাচনেরএক সপ্তাহ আগে থেকেই সীমান্তবর্তী এলাকায় শুরু হবে নাকা চেকিং। পাশাপাশি এলাকার বিভিন্ন হোটেল এবং লজে তল্লাশি চালানো হবে। এছাড়াও একাধিক বুথে ভোটার সহায়তা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাখা হবে আশাকর্মীদের। কোনও ভোটার অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে এই সহায়তা কেন্দ্রে।