উত্তরের তিন আসনে ভোট কমবে BJP-র? আশঙ্কা NDA শরিক বিমল গুরুংয়ের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরে ভোট মিটতেই বোমা ফাটালনে এনডিএ জোটের শরিক গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। তাঁর আশঙ্কা বিজেপির ভোট কমবে পাহাড়ে। বৃহস্পতিবার দলের সাংগঠনিক কাজে ভারত-ভুটান সীমান্তে গিয়ে, চলতি লোকসভা ভোটে উত্তরের তিন লোকসভা কেন্দ্রে (Lok Sabha Polls) এনডিএ (NDA) জোটের ভোট ব্যাঙ্কে ধস নামার আশঙ্কা প্রকাশ করেন গুরুং।
বৃহস্পতিবার দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁও যান বিমল। তিনি জানান দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তিন লোকসভা আসনে বিজেপির ভোট ব্যাপক হারে কমে যাবে।
জয়ঁগাওয়ের মঙলাবাড়িতে অবস্থিত গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সের মূখ্য কার্যালয়ে এলাকার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বিমল গুরুং (Bimal Gurung)। বিমল জানান, পাহাড়ে মারাত্মকভাবে বিজেপির (BJP) ভোট কমেছে, যা লোকসভা ভোটের ফলাফলকে অনেকটাই প্রভাবিত করতে পারে।