রাজ্য বিভাগে ফিরে যান

বারাকপুর লোকসভায় পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু, চলবে ১৬ মে পর্যন্ত

May 11, 2024 | < 1 min read

বারাকপুর লোকসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট, প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাকপুর লোকসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হল শুক্রবার থেকে, এদিন বীজপুর, নোয়াপাড়া ও বারাকপুর বিধানসভা কেন্দ্রে এই বিশেষ ভোটগ্রহণ চলে। আজ, শনিবার বাকি বিধানসভা এলাকাগুলিতে ভোটগ্রহণ হবে। বিশেষ ভোটদান প্রক্রিয়া চলবে ১৬ মে পর্যন্ত।

বিশেষভাবে সক্ষম ও ৮৫ বছরের বেশি বয়সের ভোটাররা, যাঁরা বাড়িতে বসে ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, তাঁদের ভোট নেওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসার হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ভোটারদের বাড়িতে যান। ভোটদানের সময় প্রত্যেক রাজনৈতিক দলের পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তায় পোস্টাল ব্যালটে (Postal ballot) ভোট দেন ভোটাররা। এই ভোট প্রক্রিয়ার জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রয়েছেন মাইক্রো অবজারভার। নির্বিঘ্নে ভোটগ্রহণ হয়েছে বলেই জানান বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক।

বারাকপুরের মহকুমা শাসক আরও জানিয়েছেন, বারাকপুর কেন্দ্রে ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের সংখ্যা ১,৬৫৪। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৩১৬। বাড়িতে বসে ভোট দিতে পারবেন, এমন ভোটার রয়েছেন ১৯৭০ জন। তাঁদের ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হল। এরপরে হবে দমদম লোকসভা কেন্দ্রে শুরু হবে এই বিশেষ ভোটগ্রহণ।

পুলিশ-সহ ১৮টি নির্দিষ্ট ক্যাটিগরির ভোটারদের জন্য বিশেষ দু’টি ক্যাম্প হচ্ছে বারাকপুর প্রশাসনিক ভবনে। বিভিন্ন জরুরি পরিষেবার কাজে যাঁরা যুক্ত, তাঁরা প্রশাসনিক ভবনে এসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এবার সাংবাদিকদেরও পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা রয়েছে। ক্যাম্প দুটি চলবে ১৪ মে থেকে ১৬ মে এবং ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Postal Ballot, #Barrackpore, #Lok Sabha Election 2024, #Barrackpore constituency

আরো দেখুন