আদালতের রায়ে বিপাকে বৃজভূষণ? প্রমাণ থাকায় যৌন হেনস্তার অভিযোগে Charge frame-র নির্দেশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে কিছুই পদক্ষেপ করেনি বিজেপি, কারণ বৃজভূষণ ছিলেন গেরুয়া দলের সাংসদ। তবে বাধ্য হয়ে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জে তাঁকে টিকিট না দিয়ে, তাঁর ছেলে কিরণ ভূষণকে টিকিট দিয়েছে বিজেপি (BJP)। আদালতের রায়ে বিপাকে পড়লেন গেরুয়া নেতা!
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। বৃজভূষণের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আদালত। অতিরিক্ত মুখ্য নগর ও দায়রা বিচারক প্রিয়াঙ্কা রাজপুত নির্দেশ দেন, যে ছ’জন কুস্তিগীর বৃজভূষণের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন, তার মধ্যে পাঁচটি ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ মিলেছে। ষষ্ঠ অভিযোগটি খারিজ করে দিয়েছে আদালত। গত বছরের জুন মাসে কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে আদালতে চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। দেড় হাজার পাতার চার্জশিটে মোট ২২ জনের সাক্ষ্য নিয়েছিল পুলিশ।
পাঁচ কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন কুস্তিকর্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ অর্থাৎ মহিলার সম্ভ্রমহানির উদ্দেশ্যে নিগ্রহ, ৩৫৪এ অর্থাৎ যৌন হেনস্থা ও ৫০৬ অর্থাৎ অপরাধমূলক হুমকি ধারায় চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক। আরেক অভিযুক্ত বিনোদ তোমারের বিরুদ্ধে ৫০৬ ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২১ মে মামলার পরবর্তী শুনানি হবে।
এক্স হ্যান্ডলে সাক্ষী মালিক লিখেছেন, তাঁদের প্রতিবাদের জয় হল। আশা করছেন অভিযুক্ত শাস্তি পাবে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তাঁরা। বজরং পুনিয়া লিখেছেন, মহিলা কুস্তিগীরদের প্রতিবাদের জয় হয়েছে।