মহিলা ভোটেই ভরসা জোড়াফুলের, অধীরগড় বহরমপুরে ছক্কা হাঁকাবেন ইউসুফ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজনৈতিকভাবে তৃণমূলের শক্তি মহিলা ভোট ব্যাঙ্ক, এবার সেই অস্ত্রেই অধীরগড় বহরমপুর জেতার স্বপ্ন দেখছে তৃণমূল। বেলডাঙা, রেজিনগরে মহিলা ভোটাররাই তৃণমূলের ভোট ব্যাঙ্ক। দুই বিধানসভা এলাকার তৃণমূল নেতৃত্ব আশায় বুক বাঁধতে শুরু করেছেন। তৃণমূল নেতাদের দাবি, বহরমপুর লোকসভায় কংগ্রেস, বিজেপি জাতপাতের রাজনীতি করছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে আস্থাশীল মহিলারা দৃঢ়প্রতিজ্ঞ। রেজিনগরের তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বলেন, প্রচারে নেমে যেভাবে মহিলাদের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে তাতে তাঁরা অভিভূত।
রাজধরপাড়া নেতাজি সঙ্ঘের মাঠে ইউসুফ পাঠানের (Yusuf Pathan) জনসভায় লক্ষ্মীর ভাণ্ডারের ৫০ জন উপভোক্তা প্রত্যেকে তৃণমূল প্রার্থীর হাতে নিজেদের একমাসের ভাতা তুলে দিয়েছেন। বিলকিস খাতুন, মার্জিনা বিবি, বিন্দুবালা মজুমদার, সবিতা ভাদুড়ীদের দান ইউসুফ পাঠানের চোখেও জল এনে দিয়েছিল। পরে জানতে পেরে অনেকেই আফশোস করছেন কেন এই কাজে তাঁরা শামিল হতে পারলেন না? বেলডাঙা পুরসভা এলাকায় মহিলাদের প্রচারে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার ভরিয়েছে। এবার প্রতিদানের পালা।
বেলডাঙা টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা সহ সভানেত্রী মধুমিতা বিশ্বাস বলেন, এবার মহিলারাই তাঁদের শক্তি। মহিলা ভোট এবার অন্য কোথাও যাবে না। স্থানীয় নেতাদের বিশ্বাস, মহিলা ভোটাররা তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন। জয়ের মার্জিন বাড়বে।বেলডাঙা ও রেজিনগর বিধানসভায় মহিলা ভোটের সংখ্যা পুরুষ ভোটারের প্রায় সমান সমান। বেলডাঙা বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২,৬৩,৬২৩ জন। মহিলা ভোটারের সংখ্যা ১,২৮,৭২৩ জন।
অন্যদিকে, রেজিনগর বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২,৬৯,৪৭২ জন। মহিলা ভোটার রয়েছে ১,৩০,৯৫৭ জন। দুই কেন্দ্রের মোট মহিলা ভোটার প্রায় ২ লক্ষ ৬০ হাজার। প্রচারে প্রথম থেকেই দুই বিধানসভার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের পথে নামতে দেখা গিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী প্রাপকদের অভিভাবকরাও প্রচারে পায়ে পা মিলিয়েছেন।