কোটি টাকার ওপর সম্পত্তি যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজনের? কী বলছে হলফনামা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সৃজন ভট্টাচার্যর উঠে আসা শুরু ছাত্র রাজনীতির মাধ্যমে। এসএফআই-এর হাত ধরে রাজনীতিতে প্রবেশ সৃজনের। সিপিএমের রাজ্য কমিটির সদস্যও তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে তিনি হেরে গেছিলেন। বর্তমানে একসময়ের সিপিএমের দুর্গ যাদবপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী সৃজন ভট্টাচার্য। গত বৃহস্পতিবার মনোনয়ন জমা করেন সৃজন ভট্টাচার্য। কী বলছে তার হলফনামা?
দেখা যাক স্থাবর সম্পত্তি সৃজনের কত? কলকাতার কসবায় একটি ফ্ল্যাট (আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা), দুটি রেসিডেন্সিয়াল বিল্ডিং, শান্তিনিকেতনে একটি বাড়ি রয়েছে, যার বাজারমূল্য ২৬ লক্ষ টাকা। সৃজনের স্ত্রীর হাতে নগদ রয়েছে ৬০০০ টাকা। এসবিআই চৌরঙ্গী ব্রাঞ্চে রয়েছে ৫৬,৮৪৬ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বর্ধমান শাখায় রয়েছে ১৭,৪০৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩২,৬৩৫। NSC AC-CIF রয়েছে ৮০,০০০ টাকা। সোনা রয়েছে ৩০ গ্রাম। সবমিলিয়ে সৃজনের স্ত্রীর মোট সম্পত্তি ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা।
এবার দেখা যাক তার অস্থাবর সম্পত্তির হিসেব। সৃজনের এসবিআই যাদবপুরের ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর বালিগঞ্জের এসবিআই-তে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের কসবা শাখায় রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোনও অর্থ নেই। একাধিক জায়গায় বিনিয়োগ করেছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে সৃজনের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা। বামেদের এই নেতার নিজের কোনও গাড়ি নেই, সোনা নেই, নেই ঋণও। মনোনয়ন পেশের সময় সৃজনের হাতে নগদ ছিল ২৫০০ টাকা।