← রাজ্য বিভাগে ফিরে যান
সপ্তাহান্তেও ভিজবে শহর, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? জানাল হাওয়া অফিস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাঁসফাঁস গরম থেকে আপাতত স্বস্তি। তাপপ্রবাহেরও কোনও পূর্বাভাস নেই বাংলায়। মৌসম ভবন জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা।
বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে কালবৈশাখীর সতর্কতাও। শনিবার বৃষ্টির গতি বাড়বে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলার কিছু অংশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।