শাহী সংবর্ধনায় কোল-মাফিয়া জয়দেব! BJP-র সঙ্গে কতদিনের সম্পর্ক কয়লা পাচারকাণ্ডের অভিযুক্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অমিত শাহের সঙ্গে কোল-মাফিয়া জয়দেব খাঁর ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। শাহকে বিদায় জানাতে বিজেপি অন্ডাল বিমানবন্দরে পাঠিয়েছিল জয়দেবকে। কী অদ্ভুত সমাপতন! রানিগঞ্জের রোড শো থেকে শাহ দাবি করে এলেন, যতদিন গরু পাচার বন্ধ না হয়, যতদিন কয়লা পাচার বন্ধ না হচ্ছে, বিজেপির কার্যকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না। তারপর দিল্লি রওনা হওয়ার আগে জয়দেব খাঁর সঙ্গে সাক্ষাৎ হল, এই সেই জয়দেব যার বিরুদ্ধে কয়লা পাচারের একাধিক অভিযোগ আছে। এমনকী, সিবিআইও তার বাড়িতে তল্লাশি চালিয়েছে।
বিজেপির সঙ্গে জয়দেবের অনেক দিনের সম্পর্ক। একুশের বিধানসভা নির্বাচনের আগে রানিগঞ্জ শহর বিজেপির পতাকা, ফ্লেক্স, হোর্ডিংয়ে ঢাকা পড়েছিল। সৌজন্যে নীচে লেখা থাকত জয়দেব খাঁ। বিজেপির হোর্ডিংয়ে তাঁর ছবিও দেখা গিয়েছিল। কয়লা পাচার, খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত জয়দেবকে মেনে নেয়নি রানিগঞ্জ। বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তারপরও জয়দের সঙ্গ ত্যাগ করতে পারেনি বিজেপি। দুর্গাপুরে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করতে দেখা যায় জয়দেবকে, যা নিয়ে শোরগোল পড়েছিল। এবার তো খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই উঠল ছবি। অমিত শাহর বিদায় বেলায় জয়দেবের উপস্থিতি বিজেপির আক্রমণের ছানা কেটে দিল।