বাংলায় তৃতীয় দফাতেও ভোটদানের নিরিখে পুরুষদের টেক্কা লক্ষ্মীদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দুই দফার মতো বাংলায় তৃতীয় দফাতেও ভোটদানের হারে পুরুষদের কার্যত টেক্কা দিলেন বাংলার মেয়েরা। তৃতীয় দফায় পুরুষদের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি ভোট দিয়েছেন বাংলার লক্ষ্মীরা। তৃতীয় দফায় ৭২.২১ শতাংশ পুরুষ ভোট দিয়েছেন। মহিলা ভোটের হার ৮৩.০১ শতাংশ।
আসনভিত্তিক ভোটদানের হারেও পুরুষদের ছাপিয়ে গিয়েছেন মহিলারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জঙ্গিপুর কেন্দ্রে পুরুষ ও মহিলাদের ভোটদানের হারের ফারাক প্রায় ১৩ শতাংশ। পুরুষ ভোটের হার ৬৮.৯১ শতাংশ। মহিলা ভোট পড়েছে ৮২.৭৫ শতাংশ।
মালদহ দক্ষিণে পুরুষ ভোটের হার ৭১.৩৩ শতাংশ। মহিলা ভোটের হার ৮২.১৫ শতাংশ। মালদহ উত্তরেও একই ছবি; পুরুষ ও মহিলা ভোটের হারের ফারাক প্রায় ১০ শতাংশ। পুরুষ ভোটের হার ৭১.২২ শতাংশ। মহিলা ভোট ৮১.০১ শতাংশ। তৃতীয় দফার চার আসনের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছিল মুর্শিদাবাদে। সেখানেও পুরুষ এবং মহিলা ভোটের হারে পার্থক্য রয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রে ৭৭.১৪ শতাংশ পুরুষ ভোট দিয়েছেন। মহিলা ভোটের হার ৮৬.০৭ শতাংশ। পার্থক্য প্রায় নয় শতাংশ। বিশেষজ্ঞদের ধারণা, রাজ্যের লোকসভা নির্বাচনের ইতিহাসে এই প্রথম মহিলারা বড়সড় ভূমিকা পালন করছেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর সামাজিক প্রকল্প মহিলাদের আরও বেশি করে মূল স্রোতে ফেরাচ্ছে। ভোটদানে মহিলাদের অংশগ্রহণ তারই প্রতিফলন।