রাজ্য বিভাগে ফিরে যান

আপনিই থাকছেন, গরমে বেরিয়েছেন কেন? মালা রায়কে প্রশ্ন ভোটারের

May 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার সকালে রাসবিহারীর রাজা বসন্ত রায় রোডে হুডখোলা গাড়িতে চড়ে কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের রোড শো করেন। সামনে তাঁকে দেখেই বাজারের ব্যাগ হাতে এক মাঝবয়সি ব্যক্তি প্রশ্ন করেন, ‘এই রোদ আর গরমের মধ্যে আপনি আবার বেরিয়েছেন কেন দিদি! আপনিই তো থাকবেন।’

দক্ষিণ কলকাতার ৮৬ ও ৯০ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তৃণমূল প্রার্থী। অনিল রায় রোড, লেক টেরেস, লেক রোড, ডঃ শরৎ ব্যানার্জি রোড, রাসবিহারী অ্যাভিনিউ, যতীন দাস রোড এলাকায় সকাল সকাল জনসংযোগ কর্মসূচি সারেন, সঙ্গে ছিলেন রাসবিহারীর বিধায়ক তথা দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস কুমার, স্থানীয় ৯০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চৈতালি চট্টোপাধ্যায়, ৯১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৈশ্বানর চট্টোপাধ্যায়, ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু। মালার কথায়, শুধু পরীক্ষার আগে পড়তে বসেন ভাবলে ভুল হবে। সারা বছরই পড়াশুনো করেন। যেকোনও দিন মানুষ তাঁর দেখা পায়। তা দক্ষিণ কলকাতার মানুষ জানে। তাছাড়া, এবারের ভোট বাংলার বঞ্চনার বিরুদ্ধে, বাংলা-বিরোধীদের বিরুদ্ধে। সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মানুষ তাঁর পাশেই থাকবেন, বলেই মত প্রার্থী।

শহরে অর্থনৈতিকভাবে বর্ধিষ্ণু ও অভিজাত এলকায় এদিন রোড-শো করেন প্রার্থী। রাজনীতি নিয়ে তাপ-উত্তাপ তুলনামূলক কম এই অঞ্চলগুলোতে। কিন্তু তৃণমূল নেতাদের মতে, মাইকের আওয়াজ শুনে যেভাবে লোকজন বেরিয়ে এসেছেন, তাতে তাঁদের জয় যে শুধু সময়ের অপেক্ষা, তা আরেকবার স্পষ্ট হয়ে গিয়েছে। রাস্তার ধারে বা ব্যালকনিতে দাঁড়িয়ে মানুষ তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন, তাতে স্বস্তিতে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mala Roy, #tmc, #Trinamool Congress, #Loksabha Election 2024, #kolkata dakshin, #West Bengal

আরো দেখুন