ইডেন পারলেও মোদী স্টেডিয়ামে বৃষ্টি-কাঁটায় না খেলেই বিদায় নিতে হল গুজরাতকে, শীর্ষস্থানে নাইটরাই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুম্বই, পঞ্জাবের পর এবার বাদ গুজরাত। সোমবার বৃষ্টির কারণে কলকাতা বনাম গুজরাত ম্যাচ বাতিল হলো। বৃষ্টির সঙ্গে বাজ পড়ার কারণে টস করাই সম্ভব হল না। সেই কারণেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। পয়েন্ট ভাগ করা হয়েছে এই দুই দলের মধ্যে।
এই ম্যাচ বাতিল হওয়ায় কোনও ভাবেই প্লে-অফে উঠতে পারবেন শুভমন গিলেরা। কারণ এই মুহূর্তে পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে অন্তত ১৪ পয়েন্ট প্রয়োজন। গুজরাতের এখন ১৩ ম্যাচে ১১ পয়েন্ট। শেষ ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার কোনও সম্ভাবনা নেই গুজরাতের।
অন্য দিকে, কেকেআর-এর পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত করে ফেলল। সোমবারের ম্যাচের আগে ১২ ম্যাচে কলকাতার ছিল ১৮ পয়েন্ট। ৯ ম্যাচ জিতেছিল তারা। প্রথম দল হিসাবে এ বারের আইপিএলের প্লে-অফে উঠেছিল কলকাতা। আজকের ম্যাচ বাতিল হওয়ায় কলকাতার এখন ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানেই রয়ে গেল।