রাজ্য বিভাগে ফিরে যান

ভোটের মধ্যেই দলবদল! হুগলির দুই পদ্ম নেতা এলেন জোড়াফুলে

May 13, 2024 | < 1 min read

হুগলির দুই পদ্ম নেতা এলেন জোড়াফুলে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের মুখে শনিবার রাতে হুগলির দুই বিজেপি নেতা দলত্যাগ করলেন। হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও জেলার সহ-সভাপতি তথা বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে তাঁরা তৃণমূলে (TMC) যোগ দেন। তাঁরা হলেন, বিজেপির হুগলি (Hooghly) সাংগঠনিক জেলার এসসি সেলের সভাপতি নীহার মণ্ডল ও বাঁশবেড়িয়া শহরের যুবমোর্চার সভাপতি প্রলয় মিত্র। দু’জনেরই, বিজেপিতে টাকার খেলা চলছে। পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপির (BJP) একনায়কতন্ত্র চলছে। কাজের লোকেরা বঞ্চিত হচ্ছে। তাই দল ছাড়ছেন তাঁরা।

অসিত মজুমদার বলেন, বিজেপির মধ্যে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন নেতারা। তাই তাঁদের বিজেপি প্রার্থীর রোষের মুখে পড়তে হয়। সম্মান ও কাজের সুযোগ না পেয়ে তাঁরা দল ছেড়েছেন। প্রসঙ্গত, বিজেপি জেলা অফিসের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল। সেখানে ওই দুই নেতাকে বিজেপির জেলা নেতৃত্ব, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হতে দেখা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #West Bengal, #bjp, #tmc, #rachana banerjee

আরো দেখুন