রাজ্য বিভাগে ফিরে যান

দুপুর ১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে ভোটদানের হার ৫১.৮৭%

May 13, 2024 | 3 min read

চতুর্থ দফায় বাংলার আট কেন্দ্রে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ১৩ মে চতুর্থ দফার ভোটগ্রহণ। বাংলার আট কেন্দ্রে চলছে গ্রহণ। এই দফায় দেশের ১০ রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। বাংলার আট কেন্দ্র হল- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। মোট ৭৫ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা চলছে।

চতুর্থ দফায় রাজ্যে মোট বুথের সংখ্যা ১৫,৫০৭টি। তার মধ্যে ৩,৬৪৭টি বুথই ঝুঁকিপূর্ণ। মোট বুথের প্রায় ২৩ শতাংশ বুথ‌কেই কমিশন স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করেছে। বহরমপুরে মোট ১,৮৭৯ টি বুথের মধ্যে ৫৫৮ টি বুথ স্পর্শকাতর। কৃষ্ণনগর আসনে মোট ১,৮৪১ টি বুথের মধ্যে ৩৩৮ টি বুথ স্পর্শকাতর। রানাঘাট কেন্দ্রে মোট ১,৯৮৩ টি বুথের মধ্যে ৪১০ টি বুথ স্পর্শকাতর। বর্ধমান পূর্বে মোট ১,৯৪২ টি বুথের মধ্যে ৩০১ টি বুথ স্পর্শকাতর। বর্ধমান-দুর্গাপুর আসনে মোট ২,০৩৯ টি বুথের মধ্যে ৪২২ টি বুথ স্পর্শকাতর। আসানসোলে মোট ১,৯০১ টি বুথের মধ্যে ৩১৯ টি বুথ স্পর্শকাতর। বোলপুর আসনে মোট ১,৯৭৯ টি বুথের মধ্যে ৬৫৯ টি বুথ স্পর্শকাতর। বীরভূম আসনে মোট ১,৯৪৩ টি বুথের মধ্যে ৬৪০ টি বুথ স্পর্শকাতর।

চতুর্থ দফায় বাংলার পাঁচ জেলার, আট আসনে মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৩০ হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। সর্বাধিক ১৫২ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে বর্ধমান পূর্ব আসনে। সঙ্গে প্রায় ৭,৩৯৬ জন রাজ‌্য পুলিশ মোতায়েন থাকবেন। বীরভূমের দুই কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে ১৩১ কোম্পানি ও ৬,১৭২ জন রাজ্য পুলিশ। আসানসোল-দুর্গাপুর এলাকায় ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৫,৪৭২ জন রাজ্য পুলিশ থাকছে। কৃষ্ণনগরে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৪,৪৭৫ জন রাজ্য পুলিশ, বহরমপুরে ৭৩ কোম্পানি বাহিনী ও ৩,৫৭২ জন রাজ্য পুলিশ, রানাঘাটে ৫৪ কোম্পানি বাহিনী ও ২,৯২৩ জন রাজ্য পুলিশ মোতায়েন করা থাকছে।

LIVE UPDATE:

৪:২৪: বিরাট ব্যবধানে জিতবেন, আশাবাদী বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

৩:৪৫: চাকদায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে গো ব্যাক স্লোগান

২:০৮: স্বামীর জয়ের জন্য মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম

১৩.০০: দুপুর ১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে ভোটদানের হার ৫১.৮৭%

১৩.০০:  বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মন্তেশ্বরের টুল্লা গ্রামে উত্তেজনা, দিলীপ ঘোষের উপস্থিতিতে গেরুয়া বাহিনীর আক্রমণে আহত তৃণমূল কর্মী বলে অভিযোগ।

১২:৪৩:: ভোট দিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটি আর

১২:৪১: ভোট দিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের কন্যা জয়া

১২:৩০: গলসিতে তৃণমূল কর্মীদের উপর হামলা সিপিএমের। জখমদের মধ্যে একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১:৪৫: কাটোয়া ২ নম্বর ব্লকের পালসোনা শিশু শিক্ষা কেন্দ্রে ২৪৭ নম্বর ভোট কেন্দ্রে ইভিএম মেশিনের সিগন্যাল সমস্যা থাকার জন্য ভোট বন্ধ, সমস্যায় ভোটাররা।

১১:৪০: সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার

১১:২০: কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র বলেন তাঁর পাঁচটাতে লিড ছিল, দুটোতে ডাউন ছিল। গত বার ৬৫ হাজারে জিতেছিলেন, তিনি নিশ্চিত এবার ব্যবধান আরও বাড়বে। কারণ সে ভোটটা নিজে করে । নিজের লোক দিয়ে করেন ভোট । নির্বাচন কমিশনে আধিকারিকদের মোদী-শাহ দুই তৃতীয়াংশের বিচারে নিয়োগ করেন। স্বাভাবিক এমসিসি ভায়োলেন্সে কমিশন কোনও পদক্ষেপ করে না। প্রথম দু’দফায় সাম্প্রদায়িক কথাবার্তায় কোনও পদক্ষেপ করেনি কমিশন। এ বার শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।

১১:০০: ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম

১০:৪০: নির্বাচনী নিয়মভঙ্গের অভিযোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বড়বেলুন গ্রামে বিজেপি নেতা রাজকুমার রায়কে গ্রেপ্তার করল পুলিশ

১০:৩৫: বর্ধমান শহরে বুথ পরিদর্শনের সময় দিলীপ ঘোষকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান

১০:৩০: কেতুগ্রাম কাণ্ডে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সহ ২ জন

১০:২৮ ভোট দিলেন ওমর আব্দুল্লা

১০:১৫: ভাষণ বিধানসভার মারগ্রাম হাই মাদ্রাসার ১৭১ নম্বর বুথে ভোট দিলেন বোলপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল

৯:৪৫: বর্ধমান পূর্ব লোকসভার বিদ্যানগর স্কুলে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

৯:৪০: সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

৯:৩৬: রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়

৯:১০: ভোট দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

৯:০০: ইভিএম বিকল আসানসোল উত্তর বিধানসভার ২৩৯, ২৪১ ও ২৪২ নম্বর বুথে, বিক্ষোভ ভোটারদের ।

৮:৫৫: রেজিনগরের সোমপাড়ায় ভোট দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

৮:৫২: হায়দরাবাদে সপরিবারে ভোট দিলেন ওয়েইসি

৮:৫০: ভোট দিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু

৮:৪০: আসানসোল উত্তর বিধানসভার ২৯৮ নম্বর বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণ শুরু হয়নি

৮:৩৫: বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দির হিজলের ২২১ নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

৮:৩০: ভোট দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার

৮:২৪: ভোট দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী

৮:২৪: নদিয়ার তেহট্টের রঘুনাথপুরে ২২২ নম্বর বুথে ইভিএম সমস্যার কারণে বন্ধ ভোটগ্রহণ

৮:২৩: বীরভূমের রামপুরহাটে ইরিগেশন কলোনির বুথে ইভিএম খারাপ, শুরু হয়নি ভোটগ্রহণ

৮:২১: দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গড়গড়া গ্রামে গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ২০২ নম্বর বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণ বন্ধ।

৮:২০: মুর্শিদাবাদের নওদার ১০২ নন্বর বুথে ভোটারদের ভয় দেখানো এবং শাসানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

৮:১৯: মুর্শিদাবাদের শক্তিপুরে ১৮৫ নম্বর বুথে তৃণমূল এজেন্টকে হুমকি, মারার চেষ্টা, অভিযুক্ত বিজেপি

৮:১৮: ভোট দিলেন দক্ষিণের অভিনেতা আল্লু অর্জুন।

৮:১৪: কৃষ্ণনগরে সিংহাটির ১৮ নম্বর বুথে ইভিএম বিকল, বন্ধ ভোটগ্রহণ
৭:৪০: কৃষ্ণগঞ্জে বিজেপির কর্মীর বাড়ির পাশে উদ্ধার বোমা

৭:৩৫: নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার নওপাড়া ১ নং পঞ্চায়েতের জ্যোতিনগরের ১৭ নম্বর বুথে ইভিএম বিকল

৭:৩০: বোলপুরের কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী। বোমা মারার পর কুপিয়ে খুনের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।

৭:২৫: নদীয়ার পলাশিপাড়ার পলশুন্ডা ২ নং পঞ্চায়েতের ৮১ নং বুথে ইভিএম সমস্যা, শুরু হয়নি ভোটগ্রহণ

৭:১৫: তেহট্ট বিধানসভার কৃষ্ণচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ নম্বর বুথে ইভিএমের সমস্যা, শুরু হয়নি ভোটগ্রহণ

TwitterFacebookWhatsAppEmailShare

#4th phase, #West Bengal, #Lok Sabha elections 2024

আরো দেখুন