দেশ বিভাগে ফিরে যান

MCC-কে বুড়ো আঙুল দেখিয়ে শ্রম কোড কার্যকরের চেষ্টায় মোদী সরকার! সরব একাধিক সর্বভারতীয় শ্রমিক সংগঠন

May 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে ভোট চলছে। নিয়ম অনুযায়ী, মডেল কোড অব কন্ডাক্ট লাগু রয়েছে। কিন্তু ঘুরপথে লোকসভা নির্বাচনের মধ্যেই চার শ্রম কোড কার্যকর করতে চাইছে মোদী সরকার, এ বিষয়ে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে চিঠি দিয়েছে দশটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন। তবে রবিবার পর্যন্ত কোনও মন্তব্য করেনি শ্রমমন্ত্রক। চিঠিতে বিশেষ করে বিড়ি শ্রমিকদের নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, ঘুরপথে বিশেষত ওএসএইচ-কোড অর্থাৎ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কোড কার্যকর করতে চাইছে মোদী সরকার। কোনওরকম নিয়ম মানা হচ্ছে না। নির্বাচনী আদর্শ আচরণবিধিরও তোয়াক্কা করা হচ্ছে না। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, মূলত বিড়ি শ্রমিকদের নিয়ে কাজ করে, এমন কোনও সর্বভারতীয় শ্রমিক সংগঠনকে নিজেদের
বৈঠকে ডাকছে না মোদী সরকার। কেবল গেরুয়া শিবিরের শ্রমিক শাখা ভারতীয় মজদুর সঙ্ঘকে ডেকে পাঠানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Model Code of Conduct, #mcc, #modi govt, #labour codes

আরো দেখুন