মক পোলিংয়ে ব্যালট ইউনিট চুরি! জনাইয়ে গ্রেপ্তার BJP-র নির্বাচনী এজেন্ট
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার মক পোলিংয়ের সময় ইভিএম মেশিনের ব্যালট ইউনিট চুরির অভিযোগে গ্রেপ্তার বিজেপির এক নির্বাচনী এজেন্ট। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের চণ্ডীতলার জনাইয়ে। নির্বাচন কমিশন মক পোলিংয়ের আয়োজন করেছিল, তখনই ব্যালট ইউনিট হাতিয়ে নেন বিজেপি কর্মী। নির্বাচন কমিশনের সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়ার পর সেখানে আসেন শ্রীরামপুরের বিজেপির প্রার্থী কবীরশঙ্কর বসু। কমিশনের অভিযোগের ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরূপকুমার মালিক। জাঙ্গিপাড়ার দিলাকাশ এলাকার বাসিন্দা অরূপকুমার বিজেপির এজেন্ট হিসেবে মক পোলিংয়ে এসেছিলেন। মক পোলিং সেন্টারে উপস্থিত তৃণমূলের এজেন্ট তথা চণ্ডীতলার নেতা কৌশিক শীলের অভিযোগ, বিজেপি প্রার্থী লোকলস্কর নিয়ে সেন্টারে ঢুকেছিলেন। তা অন্যায়। সিসি ক্যামেরার ফুটেজে পরিষ্কার দেখা গিয়েছে চোর কে!
ইভিএমে যেখানে বোতাম টিপে ভোট দেওয়া হয়, সেই অংশটিকে ব্যালট ইউনিট বলে। সোমবার হুগলির জনাই ট্রেনিং স্কুলে জাঙ্গিপাড়া ও চণ্ডীতলা বিধানসভার ইভিএমের পরীক্ষা ও মক পোলিং ছিল। সব দলের এজেন্টরা এসেছিলেন। অভিযোগ, মক পোল শেষ হওয়ার পর দেখা যায়, একটি ইভিএম ইউনিট উধাও। গোটা মক পোলিং ব্যবস্থাটি সিসি ক্যামেরার তত্ত্বাবধানে চলছিল। ফলে, কমিশনের আধিকারিকরা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। তখনই দেখা যায় একজন ব্যালট ইউনিট নিয়ে সরে পড়ছে। তিনি বিজেপি’র এজেন্ট অরূপ মালিক। অভিযোগ দায়ের করে কমিশন।