রাজ্য বিভাগে ফিরে যান

ভোটের মরশুমে যেন অকাল শারদীয়া, বাড়তি আয় মহিলা ঢাকিদের

May 14, 2024 | < 1 min read

ভোটের মরশুমে বাড়তি আয় মহিলা ঢাকিদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেদার প্রচার চলছে! তাতে সামিল হচ্ছেন ঢাকিরা, ভোটের মরশুমে বাড়তি রোজগার হচ্ছে মহিলা ঢাকিদের। ঢাক বাজিয়ে মহিলা ঢাকিদের আয় হচ্ছে। সংসারের অভাব ঘুচে যাচ্ছে। প্রচারের জন্য রাজনৈতিক দলগুলো বায়না দেয়, তাই ভোটের মরশুমে বাড়তি রোজগার হচ্ছে ঢাকিদের।

রাজনৈতিক দলগুলোর ডাক পেলেই দল বেঁধে ঢাক বাজাতে চলে যাচ্ছেন ঢাকিরা। নিত্য নতুন পতাকায় ঢাক সাজিয়ে দল বেঁধে চলে যাচ্ছেন ঢাকিরা। মহিলা ঢাকিরাও পা মেলান মিছিলে। সুর বেঁধে দেন প্রচারের। বিনিময়ে জুটছে পারিশ্রমিক। তাঁদের দেখতে জমছে ভিড়ও। পাশাপাশি আসছেন নৃত্য শিল্পীরাও। বাড়িত রোজগারও হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #election campaign, #Loksabha Election 2024, #Women Drummers

আরো দেখুন