রাজ্য বিভাগে ফিরে যান

জনবিরোধী, গরীববিরোধী বিজেপিকে ২০ তারিখ উচিত শিক্ষা দেওয়ার ডাক অভিষেকের

May 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে রোড-শোও করেন তিনি। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার তাঁরা বুক দিয়ে আগলে রাখবেন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা কোনও নেতার নেই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি চাইলে বন্ধ করতে চাইলেও পারবেন না।

আরামবাগে সন্দেশখালি নিয়ে বিজেপিকে ফের নিশানা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক, “মহিলাদের অপমান করেছে বিজেপি। সন্দেশখালি নিয়ে বাংলার মান-সম্মান নষ্ট করেছে। বিজেপি নেতাই বলছে, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি, তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে।”

মোদীকে আক্রমণ করে তৃণমূল নেতা বলেন, “২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন হাজার টাকা। পেট্রল-ডিজেল, তেল, ডিম, রসুন সবকিছুর দাম বেড়েছে। আরামবাগে প্রধানমন্ত্রী দু’মাসে দু’বার এসেছেন। কেন? নির্বাচন বলে। কোভিডের সময় ক’বার দেখেছেন? আমি শুনেছি, কৃষিজমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছেন।”

দলিতদের উপর অত্যাচার নিয়েও বিজেপিকে নিশানা করেন অভিষেক, বলেন, “তফসিলি জাতিদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। তারপর মধ্যপ্রদেশ, রাজস্থান। সব রাজ্যেই সরকারে বিজেপি।”

অভিষেকের কথায়, আগামী ২০ তারিখ দিনটা ঐতিহাসিক। ২০১১ সালের ২০ মে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। জনবিরোধী বিজেপি, গরীববিরোধী বিজেপি। ১০০ দিনের টাকা আটকে রেখেছে যাঁরা, তাঁদের ২০ তারিখ উচিত শিক্ষা দেওয়ার দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #abhishek banerjee, #tmc, #Loksabha Elections

আরো দেখুন