দেশ বিভাগে ফিরে যান

কোটিপতি ‘ফকির’ মোদী! কত সম্পত্তির মালিক প্রধানমন্ত্রী?

May 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার মনোনয়ন পেশ করেছেন মোদী। হলফনামায় জানা গিয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। মোদীর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। সবই অস্থাবর সম্পত্তি। মোট ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার ৮৮৯ টাকার মালিক তিনি। ব্যাঙ্কে স্থায়ী আমানতের পরিমাণ ২ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার ৩৩৮ টাকা। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) তাঁর বিনিয়োগ রয়েছে ৯.১২ লক্ষ টাকার।

মোদীর (PM Modi) হাতে নগদ রয়েছে ৫২,৯২০ টাকা। গান্ধীনগর এবং বারাণসীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে ৮০,৩০৪ টাকা। তাঁর কোনও বাড়ি, গাড়ি বা জমি নেই। ২.৬৮ লক্ষ টাকার চারটি সোনার আঙটির মালিক তিনি। যার ওজন ৪৫ গ্রাম ২০১৮-১৯ অর্থবর্ষে মোদীর বার্ষিক আয় ছিল ১১ লক্ষ ১৪ হাজার টাকা, তা বেড়ে ২০২২-২৩ অর্থবর্ষে ২৩ লক্ষ ৫৬ হাজার ৮০ টাকা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে লড়ার সময়ে ১ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি থাকার কথা জানিয়েছিলেন মোদী। ২০১৯ সালে দ্বিতীয়বার লোকসভা ভোটে লড়ার সময় জানান, ২ কোটি ৫১ লক্ষ টাকার সম্পত্তি ছিল তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #nomination, #property, #PM Modi

আরো দেখুন