রাজ্য বিভাগে ফিরে যান

BJP-র নির্দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আটকে ছিল ১০০দিনের শ্রমিকদের টাকা? সরব তৃণমূল

May 16, 2024 | < 1 min read

ছবি: নিজস্ব

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ঘাটালের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিজেপির অঙ্গুলিহেলনে ১০০দিনের শ্রমিকদের টাকা আটকে রেখেছিল বলে অভিযোগ করছে তৃণমূল। বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ১০০দিনের টাকা চেপে রাখার অভিযোগ আনছেন পঞ্চায়েত প্রধান প্রশান্ত রায়ের। প্রশান্তের অভিযোগ, অন্যান্য ব্যাঙ্কগুলি প্রায় দু’মাস আগে ১০০দিনের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করেছে। ওই ব্যাঙ্কের টাকা দিতে সমস্যা হয় কী করে? রাজনৈতিকভাবে সমস্যায় ফেলার জন্যই শ্রমিকদের টাকা আটকে রাখা হয়েছিল। যদিও ব্যাঙ্কের দাবি, প্রযুক্তিগত সমস্যার জন্যই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেননি তারা। টাকা ট্রান্সফার শুরু হয়েছে। বুধবার থেকে গ্রাহকরা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।

উল্লেখ্য, প্রায় দু’বছর আগে ১০০দিনের কাজ করেছিলেন শ্রমিকরা। মোদী সরকার টাকা দেয়নি। রাজ্য সরকার শ্রমিকদের সেই টাকা দেওয়ার ব্যবস্থা করে। পঞ্চায়েত প্রধান বলেন, শ্রমিকদের মধ্যে অনেকেই দু’মাস আগে টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু তাঁর পঞ্চায়েত এলাকার ১,৪৪০জন শ্রমিক টাকা পাচ্ছিলেন না। এনিয়ে ব্যাঙ্কের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। সোমবার থেকে টাকা দেওয়ার কথা বলেছিল ব্যাঙ্ক। ওইদিনও টাকা দেওয়া হয়নি। শ্রমিকরা ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান। প্রশান্তর অভিযোগ, ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের টাকা না দিয়ে ঝামেলা পাকানোর ফন্দি করেছিল বিজেপি। মঙ্গলবার, দলের নেতারা চাপ দিতে ব্যাঙ্ক ১০০ দিনের কাজের শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#100 days Work, #dues, #Nationalised Banks, #West Bengal, #bjp, #workers, #tmc

আরো দেখুন