মমতাকে অশালীন ভাষায় আক্রমণ, পদ্মের অভিজিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের প্রায় স্লগ ওভারে দিলীপ ঘোষের পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করল পদ্মের অভিজিত। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপির প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এবার নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস।
অভিজিত বলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতেই থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে? রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে। আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন। সেজন্য তাকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন।’
মুখ্যমন্ত্রীকে এহেন কদর্য ও অশালীন ভাষার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে ঘাসফুল শিবির। তাই নির্বাচন কমিশনে নালিশ করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় সীমা অতিক্রম করে গিয়েছেন। মহিলা মুখ্যমন্ত্রীকে দাম কত বলে অপমান করেছেন। এই অপমান আসলে বাংলার মহিলাদেরও অপমান। বাংলায় এমন কদর্য ভাষার কোনও জায়গা নেই। আর এই নারী বিরোধীদের দালালদের বাংলার মা–বোনেরা কখনও ক্ষমা করবেন না। তাই নির্বাচন কমিশনকে এই প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ করতে বলা হচ্ছে।’
দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা মানে বাংলার নারীদের অপমান করার সামিল। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তুলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর কত দাম এমন কথা বলার আপনাকে সাহস কে দিল? একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং জননেত্রী ভারতের। এটা আমার কল্পনার বাইরে। লজ্জা করে না। দ্রুত ক্ষমা চান।’
উল্লেখ্য, সন্দেশখালির পর পর দুটি স্টিং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্রমাশ ব্যাকফুটে ্চলে গিয়েছে বঙ্গের গেরুয়া শিবির। আর তাতে প্রবল অস্বস্তি বেড়েছে পদ্মনেতাদের। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। তবে পর্ব–১ ভিডিয়োতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, ২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছেন সন্দেশখালির বিজেপির প্রার্থী রেখা। এই আবহে ঘটনার মোড় ঘোরাতে অভিজিত গঙ্গোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করে ফের পদ্ম-পাঁকে জড়িয়ে পড়লেন, বলে মনে করছেন অনেকে। লোকসভা নির্বাচনের আবহে সংস্কৃতির বঙ্গে বিজেপির ফলাফল হিতে–বিপরীত হবে নাতো? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।