উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ছ’মাস পর খুলে গেল রাজগঞ্জ ব্লকের বাণী টি স্টেট, আনন্দের জোয়ার শ্রমিক পরিবারে

May 17, 2024 | < 1 min read

খুলে গেল রাজগঞ্জ ব্লকের বাণী টি স্টেট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার খুলে গেল রাজগঞ্জ ব্লকের গধেয়াগছ গ্রামের বাণী টি স্টেট (Bani Tea State)। প্রায় ছ’মাস পর বাগান খুলতেই শ্রমিক পরিবারগুলিতে আনন্দের জোয়ার। দুর্গাপুজোর বোনাসকে কেন্দ্র করে শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বাগানটি বন্ধ হয়ে গিয়েছিল। বাগানে শতাধিক শ্রমিক কাজ করেন। কয়েকবার বৈঠক হলেও বাগান খোলা নিয়ে সমাধান সূত্র ছিল অধরা। গত সোমবার জলপাইগুড়ি (Jalpaiguri) শ্রমদপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান সূত্র মেলে। মালিকপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দুই কিস্তিতে বোনাস দেওয়া হবে। বৈঠকে ছিলেন আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে, স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির হোসেন।

শ্রমিকরা বলেন, বাগান বন্ধ থাকায় সমস্যায় দিন কাটছিল। ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের হয় ও বাগান খোলে। আইএনটিটিইউসির (INTTUC) জলপাইগুড়ি জেলা সভাপতি বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের ভুল বোঝাবুঝির জেরে বাগান বন্ধ হয়েছিল। শ্রমিকরা ১৫ শতাংশ হারে পুজোর বোনাস চেয়েছিল। দাবি পূরণ হয়েছে। বাগান মালিক গৌতম দত্ত বলেন, ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছে। বুধবার সকাল থেকে ফের বাগান সচল হয়েছে। শ্রমিকদের বকেয়া বোনাস দুই কিস্তিতে মেটানো হবে। বাগানকে আগের অবস্থায় নিয়ে যেতে কয়েক মাস সময় লাগবে। রক্ষণাবেক্ষণের আভাবের জেরে প্রচুর গাছ পোকার আক্রমণে মরে গিয়েছে। লোকসান হলেও শ্রমিকদের স্বার্থের কথা ভেবে বাগান খোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tea Garden, #INTTUC, #Rajganj, #Bani Tea State, #TCBSU, #jalpaiguri

আরো দেখুন