কল্যাণী ব্লকের ভাঙন কবলিত এলাকায় ভোট চাইতেই জনরোষে BJP প্রার্থী শান্তনু
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার কল্যাণী ব্লকের চাঁদুরিয়া-২ পঞ্চায়েতের সান্যালচরে প্রচারে গিয়েছিলন বনগাঁর বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীকে দেখেই ভাঙন কবলিত এলাকার গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘ দিন ধরে ভাঙনের জেরে জমি, ভিটে, মাটি হারিয়ে যাচ্ছে। বর্ষায় গ্রামবাসীদের ভিটেমাটি হারানোর চিন্তা আরও বেড়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, বারবার বলার পরেও ভাঙন রোধে কোনও কাজ হয়নি। এদিন বিজেপি প্রার্থী গ্রামে ভোট প্রচারের জন্য পৌঁছলে মহিলা, পুরুষ নির্বিশেষে ক্ষোভ দেখান তাঁকে ঘিরে। তাঁরা বলেন, বিগত পাঁচ বছরে বিজেপি সাংসদ ভাঙন সমস্যার সমাধান করতে পারেননি। শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কাজ কিছু হয়নি। তাঁদের দাবি, এলাকায় ভাঙন রোধে স্থায়ী কাজ হোক। তা না-হলে গোটা গ্রাম জলের তলায় বিলীন হবে।