রাজ্য বিভাগে ফিরে যান

একদিন আগেই আসছে বর্ষা! কী বলছে হাওয়া অফিস?

May 17, 2024 | < 1 min read

ঝেঁপে নামবে বৃষ্টি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেরলে নির্ধারিত সময়ের একদিন আগেই আসছে বর্ষা, ৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসের। ১ জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে। এবার একদিন আগেই আসছে বর্ষা। গত বছর ৮ জুন কেরলে বর্ষা শুরু হয়। এবার বাংলায় কবে বর্ষার আগমন ঘটবে, তা নিয়ে এখনই বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিতেই ভিজবে বাংলা।

বাংলায় বিগত সপ্তাহে লাগাতার বৃষ্টি হয়েছে; দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রায় সব জেলায় চলেছে বৃষ্টি। এখন ধীরে ধীরে বৃষ্টির দাপট কমে এসেছে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি চলবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতেও।

নতুন করে তাপমাত্রা বাড়ারও পূর্বাভাসও দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আবারও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরোতে পারে। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি গরমও ক্রমশ বাড়তে থাকবে। শনিবারের মধ্যে পারদ তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ পেরিয়ে যাবে। কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #monsoon season, #Weather forecast, #rains, #monsoon, #Weather Update

আরো দেখুন