মমতায় আস্থা, অধীরকে লাল কার্ড কংগ্রেস হাইকমান্ডের, দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোট সংক্রান্ত ‘অধীর’ বিতর্কে জল ঢেলে দিল কংগ্রেস হাইকমান্ড। অধীর চৌধুরীকে কার্যত দল থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মল্লিকার্জুন খাড়গে। শনিবার, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইন্ডিয়া জোটের’র শরিক মনে করে।
সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার অধীর কেউ নয়। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা রয়েছি। পার্টির সিদ্ধান্ত তাঁকে মানতে হবে, না মানলে বাইরে যেতে হবে।’ তাঁর দাবি, ‘মমতাজি, আগে বলেছিলেন বাইরে থেকে সমর্থন দেবেন। সম্প্রতি তো জানিয়েছেন সরকারে যোগ দেবেন, তাই তিনি জোটেই আছেন।’ তিনি আরও জানান যে, সম্প্রতি মমতার বিবৃতিতে স্পষ্ট যে, তিনি ‘ইন্ডিয়া’য় আছেন এবং সরকার গঠিত হলে তিনি তাতে শামিল হবেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার তমলুকের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমায় ভুল বুঝেছে। আমি ওই জোটে আছি। আমিই ওই জোট তৈরি করেছি। আমি জোটে থাকবও।’