রাজ্য বিভাগে ফিরে যান

RSS-র আর প্রয়োজন নেই? খোদ BJP সভাপতি নাড্ডার মন্তব্যে শোরগোল রাজনীতিতে

May 19, 2024 | < 1 min read

বিজেপি সভাপতি জেপি নাড্ডা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, দল এখন বড় হয়েছে। নিজেই (সংঘ সাহায্য ছাড়া) চলতে সক্ষম। আরএসএস হল মতাদর্শগত বিভাগ। তারা নিজেদের কাজ করে। খোদ বিজেপি সভাপতির এহেন মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে জল্পনা। আরএসএসের সর্বভারতীয় পদাধিকারী বলেন, সঙ্ঘ সামাজিক সংগঠন। বিজেপির শাখা সংগঠনগুলি স্বশাসিত। দেশের জন্য কংগ্রেস চাইলেও তাঁরা পরামর্শ দেবেন।

সংঘ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাড্ডা বলেন, শুরুর দিকে তাদের (BJP) শক্তি কিছুটা কম ছিল। আরএসএসের প্রয়োজন পড়ত। আজ তারা(বিজেপি) বড় হয়েছে। দল শক্তিশালী হয়েছে। তাই বিজেপি নিজেই নিজেকে চালায়। এটাই পার্থক্য। আজকের বিজেপির কি আর আরএসএসকে প্রয়োজন? বিজেপি সভাপতির উত্তর, পার্টি এখন বড় হয়েছে। প্রত্যেকেই নিজস্ব ভূমিকা ও দায়িত্ব পেয়েছে। আরএসএস (RSS) হল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। প্রশ্নটা প্রয়োজন আছে কি নেই, তা নয়। আরএসএস মতাদর্শগত বিভাগ। তারা মর্তদর্শগতভাবে নিজেদের কাজ করে। বিজেপি বিজেপির কাজ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#JP Nadda, #politics, #West Bengal, #RSS

আরো দেখুন