শিল্পশহরে কোন্দল BJP-তে! মোদীর সভার আগে হলদিয়া ও মহিষাদলে আদি-নব্য দ্বন্দ্ব চরমে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ বিজেপি যে কোন্দল জেরবার তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শিল্পশহরে মোদীর সভার আগে চরমে পৌঁছেছে বিজেপির কোন্দল। হলদিয়া ও মহিষাদলে জনপ্রতিনিধি বনাম বিজেপির কার্যকর্তাদের বিবাদে নাজেহাল পদ্ম শিবির।
আদি-নব্য দ্বন্দ্ব ছিলই কিন্তু মাথাচাড়া দিয়েছে নয়া জিনিস। শিল্পশহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায় বিজেপির অন্দরের কাজিয়া কি ভোটেও প্রভাব ফেলবে? ভোট প্রচারকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের সঙ্গে মণ্ডল সভাপতিদের লড়াইয়ে কার্যত জেরবার বিজেপি (BJP)। তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) নিয়ে কোন গোষ্ঠী প্রচারে বেরবে, তা নিয়েই প্রতিদিন ঝামেলা হচ্ছে।হলদিয়া, সুতাহাটা, মহিষাদল ব্লকের পাশাপাশি হলদিয়া পুর এলাকাতেও গোষ্ঠী কোন্দলের জেরে বিজেপির প্রচার লাটে উঠেছে। প্রচারে বিজেপি বিধায়কের অনুগামীদের ছায়া মাড়াচ্ছে না দলের কার্যকর্তাদের শিবির। হলদিয়ায় (Haldia) মোদী আসার আগে শ্রমিক সমাবেশের মঞ্চে বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondal) ঠাঁই না পাওয়ায়, বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। লবির প্রভাব পড়েছে প্রচারে। প্রচারে লোকজন না থাকায় ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। হলদিয়ায় মোদী আসার আগে কার্যত দিশেহারা বিজেপি।