দেশ বিভাগে ফিরে যান

মোদী সরকারের বিদায়ে ‘বিজয় জমায়েত’! অন্নদাতাদের আগাম প্রস্তুতিতে মাথায় হাত BJP-র

May 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভার ফলফলে বিদায় হবে মোদী সরকারের। এই নির্বাচনের পর মোদী সরকারের আসল চেহারা বেরিয়ে পড়বে। অন্নদাতাদের উপর কেন্দ্রীয় সরকারের জুলুম, ২০২১-২০২৪ সাল অবধি প্রায় হাজার কৃষকের প্রাণহানির প্রতিশোধ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে জনতা।এমনটাই আশা করছেন দেশের অন্নদাতাদের সংগঠনগুলি। কিছু কৃষক সংগঠন আবার সরাসরিই ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে জেতানোর পক্ষে প্রচারে ভোটের ময়দানে নেমে পড়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের পরিকল্পনা, আগামী ৪ জুন নির্বাচনী ফলাফল ঘোষণার পরেই তারা ‘বিজয় জমায়েত’ আয়োজন করবে তাঁরা। ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। মূলত রাজধানীতেই হবে মূল জমায়েত। সূত্রের খবর, এ ব্যাপারে ৪ জুনের পরে সমন্বয় কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংযুক্ত কিষান মোর্চা।

ফসলের ন্যায্য সহায়ক মূল্যের দাবি, কৃষিঋণ মকুব, পেনশনের দাবিতে দীর্ঘদিন ধরেই মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন দেশের অন্নদাতারা। দ্বিতীয় দফায় সেই বিক্ষোভ পঞ্জাব এবং হরিয়ানাজুড়ে আরও জোরদার হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝিতে এই দুই রাজ্যে রেল-রোকো অভিযানের ডাক দিয়েছিল কৃষকরা। কৃষক বিক্ষোভ কার্যত ঘাম ছুটেছে মোদী সরকারের। বিজেপি অন্দর সূত্রে এমনটাই জানা গিয়েছে। এবারে নির্বাচনের মুখে একেবারে বিজয় জমায়েত করার উদ্যোগে পদ্ম শিবিরকে যথেষ্টই বেকায়দায় ফেলবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Loksabha Election 2024, #farmers utsav, #farmers

আরো দেখুন