পদ্ম কি নুইয়ে পড়বে ৪ জুন? ফালোদি সাট্টা বাজারের আনুমানিক ফলাফলে কোন ইঙ্গিত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চম দফার ভোট সদ্য শেষ হল। আর বাকি দুই দফার ভোট। তারপরই ফল ঘোষণা। ৪ জুন জানা যাবে দেশের সিংহাসনে কে বসতে চলেছে। ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। ইন্ডিয়া শিবিরও জোর টক্কর দিচ্ছে। ফালোদি সাট্টা বাজার ভোটের সম্ভাব্য ফলাফলের কথা জানিয়েছে। ফালোদি সাট্টা বাজারের অনুমান, নির্বাচনের শুরুতে বিজেপি যত আসন জিততে পারে বলে অনুমান করা হয়েছিল তার থেকে কমতে পারে আসন সংখ্যা।
প্রথম চার দফায় ৫৪৩টি আসনের মধ্যে ৩৭৯টি আসনে ভোট শেষ হয়েছে, যা মোট আসনের প্রায় ৭০ শতাংশ। ২০১৯-এর ভোটের তুলনায় এখনও ভোটের হার অনেকটাই কম। ফালোদি সাট্টা বাজারের অনুমান, ২০১৯-এর তুলনায় কমে যেতে পারে বিজেপির প্রাপ্ত আসন।
চতুর্থ দফার আগে পর্যন্ত ফালোদি সাট্টা বাজারের অনুমান ছিল বিজেপির ৩০৭ থেকে ৩১০ আসন জিততে পারে। চতুর্থ দফার পর অনুমান কিছুটা বদল এসেছে। এখন অনুমান করা হচ্ছে, বিজেপির আসন আরও কমতে পারে।