রাজ্য বিভাগে ফিরে যান

উলুবেড়িয়ার পরে জাঙ্গিপাড়া! কেন্দ্রীয় বাহিনীর হাতে যৌন নিপীড়নের অভিযোগ আরেক মহিলার

May 20, 2024 | < 1 min read

কেন্দ্রীয় বাহিনীর হাতে যৌন নিপীড়নের অভিযোগ আরেক মহিলার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রীর বাংলা সফরের কয়েক ঘণ্টা পর রবিবার রাতে হুগলির জাঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছে আরেক মহিলা, এমনি অভিযোগ উঠেছে৷ পঞ্চম দফা ভোটার সময় এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। রবিবার উলুবেড়িয়ায় একই রকম একটি ঘটনার খবর পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, বাংলায় পোলিং ডিউটির জন্য নিযুক্ত ITBP কর্মীরা অভিযোগকারীর বাড়ির ভিতরে ঢুকে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। নির্যাতিতার প্রতিবাদের চিৎকার সবাইকে সতর্ক করে দেয় যার পরে তার স্বামী এবং অন্যান্য আত্মীয়রা তাকে উদ্ধার করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Central Forces, #jangipara, #Loksabha Election 2024, #Molestation case

আরো দেখুন