ভোটের মরশুমে দেদার বিকোচ্ছে রাজনৈতিক প্রতীক চিহ্নের মিষ্টি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাঁচের শোকেসে সাজানো রয়েছে নানান দলের প্রতীক আঁকা সন্দেশ, দেদার বিকোচ্ছে সে’সব সন্দেশ। গত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট খেয়ে ফেলার ঘটনার পর ব্যালট মিষ্টি বানিয়ে নজর কেড়েছিলেন কমল সাহা, তাঁর মিষ্টির দোকান অশোকনগর স্টেশনের কাছেই। লোকসভা নির্বাচন উপলক্ষ্যে কমল বানিয়েছেন তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেসের প্রতীক চিহ্নের মিষ্টি। মিষ্টির দোকানটি প্রায় ৫০ বছরের পুরনো। কমল সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি ক্ষীর দিয়ে বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। সে’মিষ্টি দিয়েও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবার বানিয়েছেন দলীয় প্রতীক। ক্ষীরের সঙ্গে ছানা ও চিনি মিশিয়ে তৈরি করেছেন মিষ্টিগুলি। রাজনৈতিক দলের প্রতীকের ছাঁচ বানিয়ে রেখেছিলেন। ক্ষীরের মিশ্রণ ছাঁচে ঢেলে তৈরি করেছেন প্রতীক সন্দেশ। সবুজ ঘাসের উপর জোড়া ফুল, লাল রঙের কাস্তে-হাতুড়ি, হাত ও পদ্মফুল, প্রতিটি সন্দেশের দাম ২০ টাকা। আম জনতা থেকে রাজনৈতিক দলের নেতারা সকলেই কিনছেন সন্দেশ।