ভোটপ্রচারে সেরার শিরোপা! কী পুরস্কার পেলেন মালা, সৃজন, সজলরা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছর ‘ভোট প্রচারে সেরা প্রার্থী’ পুরস্কার দেওয়া চালু করল সরস্বতী ভাণ্ডার নামের একটি সংগঠন। তিন প্রার্থীকে পুরস্কৃত করল সংগঠনটি, তিনজন হলেন, কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়, যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ও বরানগর বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ।
অসম্মান নয়, একটাও অশালীন শব্দ ব্যবহার করেননি, যুক্তির বদলে পাল্টা যুক্তি দিয়েছেন, তাই ভাষা ও সংস্কৃতির অপপ্রয়োগের বিরুদ্ধে সরব সংগঠন সরস্বতী ভাণ্ডার ভোট প্রচারে সেরা পুরস্কারের জন্য বেছে নিল তিন প্রার্থীকে।
‘রথে নয়, পথে প্রচার। শিষ্টাচার মেনে মার্জিত ভাষায়, মার্জনা নয়, লড়াই’— বার্তা লেখা একটা কুলো আর একটা মাউথপিসের মতো দেখতে মেমেন্টো তুলে দেওয়া হয় সৃজন ভট্টাচার্যের হাতে। মালা রায় প্রচারে ব্যস্ত থাকায় স্মারক নিতে আসতে পারেননি। তাঁর কাছে পুরস্কার পৌঁছে দেওয়া হয়। রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজের বিভিন্ন স্তরের ১০০ জন মানুষের মতামত নিয়ে পুরস্কার প্রাপকদের নির্বাচন করা হয়েছে।