Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া! আর কিছুক্ষণেই মধ্যেই বঙ্গজুড়ে ৩০-৪০ কিমি বেগে ঝড়বৃষ্টি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে বঙ্গবাসীর। এই পরিস্থিতিতে আজ সোমবার থেকেই ফের ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলা সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টির সাথে সাথে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে।
কলকাতায় আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বঙ্গোপসাগরে মে মাসের চতুর্থ সপ্তাহে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে, সেটি শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়াবিদরা। আগামী ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ মে নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা গিয়েছে।