রাজ্য বিভাগে ফিরে যান

BREAKING কমিশনের সেন্সরের মুখে অভিজিৎ, কটূক্তির দায়ে ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না

May 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করল নির্বাচন কমিশন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে যে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আগামী ২৪ ঘন্টা ভোটের প্রচার করতে পারবেন না। এছাড়াও নির্বাচন কমিশন তাঁকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।

২১ মে অর্থাৎ আজ বিকাল পাঁচটা থেকে আগামীকাল অর্থাৎ ২২ মে বিকাল পাঁচটা অবধি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করেছে কমিশন।

মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন অভিজিৎকে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। কমিশন বিজেপি সভাপতি নাড্ডাকে দলের নেতা, কর্মী, প্রার্থীদের জন্য নির্দেশিকা জারি করার সুপারিশ করেছে। যাতে প্রচার চলাকালীন বিজেপির নেতা-কর্মীরা, প্রার্থীরা এমন অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abhijit Gangopadhyay

আরো দেখুন