রাজ্য বিভাগে ফিরে যান

দিনভর গুন্ডামি অর্জুনের, বাহুবলীর ভাষাতেই প্রতিরোধ বারাকপুরবাসীর

May 21, 2024 | 2 min read

জনবিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিং

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেশি কেন্দ্রীয় বাহিনীই কি কাল হল অর্জুনের? এর আগে উনিশের নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন অর্জুন। ব্যাপক বোমাবাজি ও সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছিল অর্জুনের বিরুদ্ধে। কিন্তু আর তা হল না!

বারাকপুরবাসীর জনবিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিং। পুরনো মেজাজেই নেমেছিলেন গতকাল, কিন্তু এবার মিলল পাল্টা দাওয়াই! আম বারাকপুরবাসী উত্তর দিলেন বাহুবলির ভাষাতেই,
কোথাও গো-ব্যাক, কোথাও ভাগ, অর্জুন ভাগ স্লোগান শুনলেন বারাকপুরের পদ্মপ্রার্থী অর্জুন সিং। নিরাপত্তাবেষ্টিত হয়ে ঝাঁঝ চালালেও, জনবিক্ষোভের মুখে পড়েছে বাহুবলী। বিজেপি প্রার্থীকে ঘেরাও মুক্ত করতে লাঠি চালাতে হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

অর্জুনকে কাঁচরাপাড়ার ভূতবাগান এলাকার একটি বুথে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূল কর্মী-সমর্থকদের দিকে তেড়ে যান অর্জুন। দু’পক্ষে তুমুল বচসা শুরু হয়। হুমকি দেন অর্জুন। মেজাজ হারিয়ে গালিগালাজ করেন বিজেপি প্রার্থী। নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যায় অর্জুনকে। ইছাপুরের কমলপুরে মহিলা তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান। বারাকপুরের বড়পোল এলাকায়, তাঁকে ও কৌস্তভকে ঘিরে ফের আরেক দফা বিক্ষোভ হয়। টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পি কে বিশ্বাস রোডে গেলে স্থানীয় তৃণমূল কাউন্সিলার সনু সাউয়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা অর্জুনকে দেখে ‘গো-ব্যাক’এর সঙ্গে ‘ভাগ অর্জুন ভাগ’ স্লোগান তোলেন। ডিসি সেন্ট্রাল বিনীত সোনোয়ানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে হটিয়ে দেন। বারাকপুরের মণিরামপুরে গিয়েও তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় বারাকপুরের বিজেপি প্রার্থীকে, গাড়ি থেকে নামতেই, গো ব্যাক আর ভাগ অর্জুন ভাগ স্লোগান শুরু হয়। তৃণমূলের প্রবীণ আইনজীবী নেতা রবীন ভট্টাচার্যের দিকে তেড়ে যান অর্জুন। ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে অর্জুনের বিরুদ্ধে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়। অর্জুনের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়।

এক লক্ষেরও বেশি ভোটে হারাব তৃণমূলকে, ঘোষণা করা অর্জুন সিংকে দিনশেষে বলতে শোনা গিয়েছে, নির্বাচন কমিশন ও ভোট নিরাপত্তায় আসা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভাল নয়। তবে কি খেলতে পারলেন না অর্জুন?

TwitterFacebookWhatsAppEmailShare

#Arjun singh, #Barrackpore, #Loksabha Election 2024, #bjp, #tmc

আরো দেখুন