লুচি-আলুর দম-লাড্ডু খাও পদ্মে ছাপ দাও, গাইঘাটায় চলল ভোট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের ঘুষ লুচি-আলুর দম? ভোটারদের হাতে লুচি-আলুর দম তুলে দিয়ে গেরুয়া কর্মীরা সাফ বলছেন, ‘এমনি এমনি দিচ্ছি না, এটা মাথায় রাখবেন। আসুন। বসুন। ভোট অনেকক্ষণ চলবে, লম্বা লাইন। গরম লুচি আর আলুর দম খেয়ে নিন। তারপর ভোট দেবেন। ভোট যেন পদ্ম ফুলেই পড়ে’। গাইঘাটায় এই স্লোগানে ভর করেই ভোট চলল। গাইঘাটা ব্লকের ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের মাটিকুমড়া এলাকায় ১২৮ নম্বর বুথে ভোটকেন্দ্রের ঢিল ছোড়া দূরত্বে রাস্তার পাশে ক্যাম্প করেছিল বিজেপি। দিনভর খাবার বিলিয়ে গেলেন বিজেপি কর্মীরা।
মোট ভোটার ন’শোর মতো। গাইঘাটা-গোবরডাঙা বাইপাসের কাছে ভোটের বুথ। বিজেপির ক্যাম্প লাগোয়া একটি বন্ধ দোকানের ছাউনির নীচে রয়েছে পেল্লাই দু’টি গামলা। একটায় রাখা রয়েছে লুচি। অন্য গামলায় আলুর দম। জনাকয়েক বিজেপি কর্মী আছেন। তাঁরা ভোট দিতে আসা গ্রামের বাসিন্দাদের দেখামাত্রই হাত ধরে নিয়ে আসছেন ছাউনিতে। চার পিস লুচি দিচ্ছেন। সঙ্গে আলুর দম এক প্লেট। লুচি-আলুর দম শেষ হয়ে গেলে দৌড়ে অন্য গামলা নিয়ে আসছেন কয়েকজন।
বিজেপির স্থানীয় নেতারা বলছেন, খাওয়া হলে হাত মুছে আসুন। ভোটের স্লিপ নিয়ে যান। পেটপুরে খেলেন। এবার মন খুলে বিজেপিকে ভোট দেবেন। গাইঘাটায় শুধু নয়। বনগাঁ দক্ষিণ বিধানসভায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অস্থায়ী ক্যাম্পের টেবিলের উপর প্লাস্টিকের জার ভর্তি লাড্ডু রাখা। স্লিপের সঙ্গে বিজেপি কর্মীরা লাড্ডু বিলি করলেন ভোটারদের। এসব ঘটনায় বিজেপির বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগ উঠছে।