রাজ্য বিভাগে ফিরে যান

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরও চারজনকে তলব লালবাজারের

May 21, 2024 | < 1 min read

রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরও চারজনকে তলব লালবাজারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ। তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার লালবাজার আরও চারজনকে তলব করল। শ্লীলতাহানির অভিযোগে সিআরপিসি ১৬০ ধারায় এক চিকিৎসক-সহ রাজভবনের তিন কর্মীকে নোটিশ দিয়েছে লালবাজার।

তিন কর্মীকে দ্বিতীয় নোটিশ পাঠানোতে, ওএসডি মেল করে জানিয়েছেন, তাদের আরও ১০ দিন সময় লাগবে। এফআইআর কপিও চেয়েছে রাজভবন। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী কিছুদিন আগে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অনুসন্ধান দল গঠন করেছিল কলকাতা পুলিশ। এরপরই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ও ৩৪১ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ ও বলপূর্বক আটকে রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এবার আরও চার কর্মীর পদক্ষেপ করল লালবাজার।

TwitterFacebookWhatsAppEmailShare

#LALBAZAR POLICE, #Summons, #Molestation case, #Raj Bhavan

আরো দেখুন