← রাজ্য বিভাগে ফিরে যান
‘মুর্দাবাদ’কে ‘জিন্দাবাদ’ বলাতে জানেন ঠান্ডা মাথার শান্তিরাম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৫ মে বাংলায় ষষ্ঠ দফার নির্বাচন। এবার পুরুলিয়ায় ত্রিমুখী লড়াই। তার আগেই জেলার গেরুয়া গড় বলে পরিচিত হুড়াতে দেখা গেল উলট-পুরাণ। চায়ের দোকানে আড্ডায় উঠে এল রাজনীতির কথা। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু বনাম বিজেপির ধর্মের রাজনীতি। এগিয়ে কে? এখানকার স্থানীয় মহিলাদের মতে তাদের কাছে এগিয়ে মমতার দলই।
অভুক্ত বিক্ষোভকারীদের খাবারের ব্যবস্থা করে খেলা ঘুরিয়েছিলেন তৃণমূলের শান্তিরাম মাহাত। ভোট রাজনীতিতে তাঁর ঠান্ডা মাথাই ইউএসপি। আঢ়ষার কিছু দলীয় কর্মী এসেছিলেন বিক্ষোভ দেখাতে। শান্তিরাম তখন জেলা সভাপতি। বিক্ষোভকারীদের, পকেট থেকে টাকা দিয়ে খাবারের বন্দোবস্ত করেছিলেন শান্তিরাম। দিয়েদিয়েছিলেন ফেরার গাড়ি ভাড়াও। মুহুর্তে বদলে যায় বদলে যায় বিক্ষোভ। মুর্দাবাদ ছেড়ে জিন্দাবাদ বলতে শুরু করেন বিক্ষুব্ধরা।