রাজ্য বিভাগে ফিরে যান

নিম্নচাপের জেরে আজ‌ও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি

May 21, 2024 | < 1 min read

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সারা সপ্তাহ জুড়ে চলতে পারে ঝড়-বৃষ্টি। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরপগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদীয়ায়। বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার ও রবিবারেও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। মহানগরীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #rains, #Weather Update

আরো দেখুন