রাজ্য বিভাগে ফিরে যান

দোরগোড়ায় বর্ষা, গরমের ছুটি মিটিয়ে কবে খুলবে স্কুল?

May 21, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: scroll.in

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে চলতি শিক্ষাবর্ষে রাজ্যের স্কুল পড়ুয়াদের অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হয়েছে। এপ্রিল থেকে রাজ্যে তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। এপ্রিলের ১৫ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছিল। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল। পড়ুয়াদের সুস্থতার কথা মাথায় রেখে ২২ এপ্রিল থেকে শুরু হয় গরমের ছুটি।

অনির্দিষ্টকালের জন্য ছুটির ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর। এবার গরমের ছুটি শেষ হতে চলেছে।কবে থেকে খুলবে স্কুলের দরজা?

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, ৬ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল এবং স্কুল খোলার কথা ছিল ২ জুনের পর। মনে করা হচ্ছে ২ জুনের পর থেকেই খুলবে স্কুল। আবহাওয়ার পরিস্থিতি বদল না হওয়া পর্যন্ত স্কুল খোলার বিষয়ে শিক্ষা দপ্তর তেমন কোন পদক্ষেপ করবে না, তা প্রথম থেকে আশা করা হচ্ছিল। আবহাওয়ায় বদল এসেছে। অন্যদিকে লোকসভা নির্বাচন চলায় শিক্ষক-শিক্ষিকারা ভোট কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন, ভোটের কাজে বিভিন্ন জায়গায় স্কুল গুলিকে ব্যবহার করা হচ্ছে। ফলে মনে করা হচ্ছে জুনের দু’তারিখের পরই স্কুল খোলার ঘোষণা করা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #School, #summer vacation, #reopen

আরো দেখুন